ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুন ১১, ২০২২
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।  

শনিবার (১১ জুন) বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়।

চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা ছাড়া বিভাগীয় শহরেও একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিটে আবেদনবারীর সংখ্যা ৭৮ হাজার ২৯ জন। সর্বমোট আসন সংখ্যা ১ হাজার ৩৩৬। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৫৮ জন ভর্তিচ্ছু।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।  

অপরদিকে এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ। তার পরীক্ষার কেন্দ্র হল এফ এম মুজিবুর রহমান গণিত ভবনের ৮ম তলার ৮০২ নম্বর কক্ষে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রবেশপত্র শেয়ার করে নিজের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেলায়েত।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, জুন ১১, ২০২২
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।