ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস ঢাবি সিনেটে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস ঢাবি সিনেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়: নানা প্রতিকুলতার মধ্যেও পদ্মা সেতুর কাজ সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাজেট অধিবেশনে এ প্রস্তাব পাস করা হয়।

 

সিনেটে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের অভিভাষণে সিনেট সদস্য অধ্যাপক আব্দুস ছামাদ পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাসের জন্য উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে এতে সমর্থন জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূইয়া, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. আবদুর রহিম, অধ্যাপক শফিউল আলম ভূইয়া।

এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পদ্মা সেতু আমাদের জন্য একটি মাইলফলক। এটি মেগা প্রকল্প গ্রহণে ভূমিকা রাখবে। একইসঙ্গে ধন্যবাদ প্রস্তাবটি গ্রহণ করেন তিনি।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রমুখ।

অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থবছরের ৯২২ কোটি ৪৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদনের জন্য সভায় উত্থাপন করেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসকেবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।