ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার্তদের পাশে শাবিপ্রবি ছাত্রলীগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুন ২৩, ২০২২
বন্যার্তদের পাশে শাবিপ্রবি ছাত্রলীগ

শাবিপ্রবি (সিলেট): সিলেটে বন্যাদুর্গত মধ্যে ত্রাণ বিতরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সিলেট সদরের জাইঙ্গাল, সফির উদ্দিন হাইস্কুলের আশ্রয় কেন্দ্রে, মাসুকবাজারের বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন তারা।

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শাবি ছাত্রলীগ বন্যার শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগের দুই দিন রান্না করা খাবার, শিক্ষার্থীদের নিরাপদে স্থানে পৌঁছে দেওয়াসহ আজকে সাবেক ছাত্রলীগের সহযোগিতায় ৫ শ মানুষের কাছে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। সেই সঙ্গে সমাজের বিত্তশালী মানুষের কাছে আহ্বান থাকবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর।

সাবেক উপদপ্তর সম্পাদক মো. সজীবুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের পাশে আছি। আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি বন্যাদুর্গত কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। বন্যার এই কঠিন পরিস্থিতি যতদিন থাকবে আমাদের শাবি ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী কাজ করে যাব। এটা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা।

ত্রাণ বিতরণে অংশ নেন ছাত্রলীগের সমাজ বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, লোক প্রশাসন বিভাগের সহ-সভাপতি ইমামুল হোসেন হৃদয়, শামীম রানা, মেহেদি হাসান হৃদয়, তুর্যিব খান, সাবেক সদস্য আশরাফ কামাল আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।