ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছুটি শুরুর দু’দিন আগেই হল ত্যাগের নির্দেশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ছুটি শুরুর দু’দিন আগেই হল ত্যাগের নির্দেশ

ইবি (কুষ্টিয়া): আগামী ০২ জুলাই থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছুটি শুরু হচ্ছে। তবে ছুটি শুরুর দু’দিন আগেই আটটি আবাসিক হলের শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে বলে জানা গেছে।

রোববার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে আগামী বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটি উপলক্ষে আগামী ০২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আগামী ৩০ জুন সকালে হল ত্যাগের জন্য বলা হলো। আগামী ১৫ জুলাই সকাল ১০টার দিকে হলগুলো খুলে দেওয়া হবে।

প্রভোস্ট কাউন্সিলর সভাপতি অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বাংলানিউজকে বলেন, সব হলের প্রভোস্টের সম্মিলিত মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কাছে দু’দিন আগে ছুটি দেওয়া যথার্থ মনে হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।