ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (২৭ জুন) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতর সংলগ্ন ভার্চ্যুয়াল ক্লাসরুমে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
ফলাফলে প্রথম হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের নাহনুল কবির নুয়েল। যার প্রাপ্ত স্কোর ৯৬.৫ (ভর্তি পরীক্ষায় ৭৬.৫+ জিপিএ ২০)।
দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজেরর তাবিয়া তাসলিম। প্রাপ্ত স্কোর ৯৬.২৫।
তৃতীয় হয়েছেন মাদারীপুরের সরকারি নাজিমুদ্দিন কলেজের সাবরিন আক্তার কেয়া। প্রাপ্ত স্কোর ৯৬.২৫।
দুজনের প্রাপ্ত নম্বর সমান হওয়ায় নীতিমালা অনুসরণ করে তাদের মেধাক্রম নির্ধারণ করা হয় বলে জানানো হয়।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ভর্তি পরীক্ষার https://admission.eis.du.ac.bd
ওয়েবসাইটে ‘খ’ ইউনিটের নোটিশে পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এসকেবি/আরবি