ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

ঢাবির চারুকলার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৪১ জন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
ঢাবির চারুকলার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৪১ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৩০ আসনের বিপরীতে পাস করেছেন ২৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

শিক্ষার্থীরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে- রবি, বাংলালিংক, এয়ারটেল ও টেলিটক নম্বর থেকে DU CHA Roll No টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। এছাড়া ওয়েবসাইটের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুলাই ২১,২০২২
এসকেবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।