খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের দ্বিতীয়তলায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাইক্রোটিচিং অ্যান্ড সিমুলেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে ল্যাবটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নানাবিধ কৌশল ও উদ্ভাবনার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান লাভের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে শিক্ষাদান করলে শিক্ষার্থীরা ভালোভাবে তা নিতে পারে, ধারণ করতে পারে এবং কাজে লাগাতে পারে তা গুরুত্বপূর্ণ। শিক্ষা ও গবেষণায় নতুন নতুন কৌশলের সন্ধান দেওয়া, উপায় খুঁজে বের করা, সৃজনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আইইআর শিক্ষা ও গবেষণা করে থাকে।
তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইইআরকে দেশ-বিদেশের মধ্যে অবস্থান তৈরি করার জন্য শিক্ষকদের প্রতি নিরলস প্রচেষ্টার আহ্বান জানান।
এসময় ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এ কে ফজলুল হক, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনসহ ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এমআরএম/এসএ