ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

মাঠ পর্যায়ে কাজের দক্ষতা অর্জনে শাবিপ্রবিতে আন্তর্জাতিক কর্মশালা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
মাঠ পর্যায়ে কাজের দক্ষতা অর্জনে শাবিপ্রবিতে আন্তর্জাতিক কর্মশালা বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শাবিপ্রবি, (সিলেট): মাঠ পর্যায়ে কাজের দক্ষতা অর্জনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন ফিল্ড প্রাক্টিকাম ইন স্যোসাল ওয়ার্ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমরাব (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং অধ্যাপক মো. আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের অর্জিতজ্ঞান প্রায়োগিক পর্যায়ে নিয়ে যেতে প্রশিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। এতে সমাজকর্ম বিভাগের এ উদ্যোগ অনেক কার্যকরী ভূমিকা পালন করবে। এরূপ আয়োজরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সহযোগিতা করে থাকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. নিয়াজ আহমেদ।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।