ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তির ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

ঢাকা: কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল অ্যাসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার সংগঠনের সভাপতি শাহীন পারভেজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অবিলম্বে এ তালিকা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হবে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২০১১ সালের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১ হাজার ৪৬৪ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।

শাহীন পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বৃত্তি পরীক্ষা পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব মো. আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি এম এ মতিন, দপ্তর সম্পাদক কাজী নাসিম আহমেদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান, আক্তার হোসেন, মাজেদা শামীম হীরা, ফেরদৌসী হক শিউলি ও নির্বাহী সদস্য সোহরাব হোসাইন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

এমএন/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।