ঢাকা: বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান করে নিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) দুই শিক্ষক।
তারা হলেন- আইইউবিএটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চেয়ার ড. গোলাম রাসুল।
ড. গোলাম রাসুল দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেইন ডেভলপমেন্টের (আইসিআইএমওডি) প্রধান অর্থনীতিবিদ হিসেবে যুক্ত ছিলেন।
অন্যদিকে ড. সুভাষ চন্দ্র পাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা সাময়িকীতে ৮০টি অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
ড. সুভাষ চন্দ্র পাল দক্ষিণ আফ্রিকা থেকে স্নাতকোত্তর ও দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আইইউবিএটিতে শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে এলসেভিয়ার জার্নাল অব এডিটিভ ম্যানুফ্যাকচারিং লেটারস এবং হিন্দাউই জার্নাল অব অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সম্পাদকীয় বোর্ডের সদস্য ও চারটির বেশি জার্নালের পর্যালোচক।
তিনি বর্জ্য পুনর্ব্যবহার, কংক্রিটের ক্ষয় ও স্থায়িত্ব, ন্যানো পার্টিকেলস এবং থ্রিডি কংক্রিট প্রিন্টিং প্রযুক্তিতে অগ্রগতি নিয়ে গবেষণা করে থাকেন। তিনি আইইউবিএটির প্রতিষ্ঠাতা ড. এম আলিমউল্যা মিয়ানের নামে প্রতিষ্ঠিত মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের আওতায় ২০২০ ও ২০২১ সালে শ্রেষ্ঠ গবেষক হিসেবে সম্মাননা পেয়েছিলেন।
আইইউবিএটির এ দুই শিক্ষকের সাফল্য উদযাপন উপলক্ষে বুধবার (১৯ অক্টোবর) র মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে আইইউবিএটি সভাকক্ষে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস ও রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রাপ্ত অধ্যাপকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব বলেন, গবেষণা দীর্ঘ পরিশ্রমের কাজ, ধৈর্যের কাজ। তবে দৃঢ় মনোভাব নিয়ে লেগে থাকলে এ কাজে সফল হওয়া সম্ভব। গবেষণার শুরুতেই যেন কেউ হাল না ছেড়ে দেয়। বরং নিজের ভুল থেকে শিখে বার বার চেষ্টা করতে হবে। আইইউবিএটি ভবিষ্যেত বাংলাদেশে আরও উচ্চমানের গবেষক তৈরি করতে চায়।
উল্লেখ্য, মিয়ান রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন বিষয়ে গবেষণা ও প্রকাশনার জন্য আইইউবিএটির শিক্ষক ও গবেষকদের গবেষণা মঞ্জুর, দিকনির্দেশনা ও মূল্যায়ন পরিচালা করে। বর্তমানে মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের মঞ্জুরি ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কৃষি, প্রকৌশল ও প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, পরিবেশ, জলবায়ু, টেকসই উন্নয়ন, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিবছরই এসব গবেষণার ফলাফল নিয়ে সেমিনারের আয়োজন করা হয় এবং গবেষকদের সম্মানা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
আরবি