ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধি: কচু-কলা পাতায় লিখে প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধি: কচু-কলা পাতায় লিখে প্রতিবাদ শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধি: কচু ও কলা পাতায় লিখে প্রতিবাদ

রাজবাড়ী: সারাদেশে দ্রব্য মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষা সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কচু ও কলা পাতায় লিখে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ওই ছাত্র ইউনিয়নের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন কর্মসূচি।

সকাল সাড়ে ১১ টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলা আধা ঘণ্টার মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি কাওসার আহম্মেদ রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক অর্নিকা দাস, শহর শাখার সভাপতি উৎসব চক্রবর্তী বক্তব্য দেন।

বক্তারা এ সময় খাতা-কলম-পেন্সিলের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে শিক্ষা সামগ্রীর দাম কমানো না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ