ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

সর্বাধিক জিপিএ-৫: সুনামগঞ্জে শ্রেষ্ঠ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়

সুনামগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
সর্বাধিক জিপিএ-৫: সুনামগঞ্জে শ্রেষ্ঠ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়

সুনামগঞ্জ: চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়।

এ বছর স্কুলটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৩৪ শিক্ষার্থী।

দুজন বাদে পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ৯৭ শিক্ষার্থী।

শ্রেষ্ঠ তালিকায় পরবর্তীতে রয়েছে সরকারি সতীশ চন্দ্র উচ্চ বিদ্যালয়। ২৩৯ এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন। প্রতিষ্ঠানটিতে পাসের সংখ্যা শতভাগ।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করায় সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ে কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে খুশির জোয়ার দেখা গেছে। তারা প্রতিষ্ঠানের শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ও বন্যার কারণে তাদের পড়াশোনার বেশ ক্ষতি হয়েছিল। তারপরও শিক্ষার্থীদের অদম্য ইচ্ছা ও শিক্ষকদের তদারকি এমন ফলাফল এনে দিয়েছে।

প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হওয়ায় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর রহমান খান। তিনি বলেন, কঠিন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিগত বছরগুলোয়। আমরা সেগুলো পাশ কাটিয়ে শিক্ষার্থীদের প্রতিনিয়ত প্রেরণা দিয়ে গিয়েছি। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করিয়েছি। অনেক শিক্ষার্থী করোনা ও বন্যায় লেখা পড়া বন্ধ করেছিল। তাদের স্কুলে এনে পড়াশোনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। তারা আমাদের কথা শুনেছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করার আমরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছি। এই অর্জন শিক্ষার্থীদের প্রাপ্য।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।