ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ভয় পেলে চলবে না। ভয়ের ঊর্ধ্বে থাকতে হবে।
সোমবার (৫ ডিসেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইসি রাশেদা সুলতানা বলেন, আমাদের ম্যাসেজ একটিই। আপনারা সাহস নিয়ে কাজ করুন। ভয় পাওয়ার তো কারণ দেখি না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ উপ-নির্বাচনের নতুন তারিখ খুব তাড়াতাড়িই হবে। এক্ষেত্রে ১৫ জানুয়ারির আগেই গাইবান্ধায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি রাশেদা বলেন, গাইবান্ধার পরে যে কটি নির্বাচন হয়েছে, কোথাও কোনো ঝামেলা হয়নি। আশা করি, এবারও হবে না। যথারীতি সিসি ক্যামেরা থাকবে। আমরা পর্যবেক্ষণ করব।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
ইইউডি/আরএইচ