রংপুর: ইভিএমে ধীরগতি হওয়ায় অনেকেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিয়েই বাড়ি ফিরে যাচ্ছেন বলে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে তিনটায় রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ অভিযোগ করেন।
তিনি আরও বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পেরে অনেকে ফিরে যাচ্ছেন। এর মূল কারণ হচ্ছে ইভিএম স্লো। অনেক ভোটার ইভিএমএ ভোট দিতে অনিহা প্রকাশ করেছে। তবে, রিটার্নিং কর্মকর্তা আশ্বস্ত করেছেন, যতক্ষণ ভোটার থাকবে, ততক্ষণ ভোট নেওয়া হবে। তবে এক্ষেত্রে সাড়ে চারটার মধ্যে কেন্দ্রে অবস্থান করতে হবে।
এ সময় মোস্তফা মোট ভোটের ৯৫ ভাগ পেয়ে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএম ও নির্বাচন বিতর্কের কোনো মানে হয় না। আমি ভোট দিতে গিয়ে দেখি ইভিএম লক হয়েছে। আধা ঘণ্টা পর ভোট দিয়েছি। এটা সবাই দেখেছে। সাধারণ মানুষ কীভাবে ভোট দিবে সেটা আমার জানা নেই।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭ ঘণ্টা, ২০২২
এমএমজেড