ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট রোববার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
রসিকের ২৬ নম্বর ওয়ার্ডে পুনরায় ভোট রোববার

রংপুর: রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রসিক নির্বাচনে এই ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় পুনঃনির্বাচনের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

ইতোমধ্যে পুনরায় ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাতটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রসিক নির্বাচনে ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো. শাহাজাদা আরমান ঠেলাগাড়ি প্রতীকে ও সাইফুল ইসলাম ফুলু ঘুড়ি প্রতীকে ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। এছাড়া এম. এ রাজ্জাক মণ্ডল লাটিম প্রতীকে এক হাজার ৮৯২ ভোট পান। তিনজন প্রার্থীর মধ্যে ২ জন সমান ভোট পাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে রোববার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনী আচরণবিধিসহ অন্যান্য বিষয়গুলো দেখার জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া এক প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি র‌্যাব, পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

রংপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১৩ হাজার ৬১৬ জন। এর মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ মোট নারী ভোটার ৭ হাজার ১২১ জন এবং পুরুষ ৬ হাজার ৪৯৫ জন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।