ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

মেহেরপুরে আমদহ ইউপির চেয়ারম্যান আ.লীগের টোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
মেহেরপুরে আমদহ ইউপির চেয়ারম্যান আ.লীগের টোকন মো. রওশন আলী ওরফে টোকন

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বড় ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. রওশন আলী ওরফে টোকন।  

নৌকা প্রতীকে টোকন পেয়েছেন ১২ হাজার ৩৭৪ ভোট।

আর তার নিকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আনারুল ইসলাম (আনারস প্রতীকে) পেয়েছেন মাত্র ৬ হাজার ৯২৪ ভোট।  

এছাড়া জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম (নাঙ্গল প্রতীক) পেয়েছেন ৭৫০ ভোট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন আমদহ ইউনপি নির্বাচনের রিটার্নিং অফিসার দোলন কুমার।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।