ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

গোপালগঞ্জে শপথ নিলেন ৬ ইউপি চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
গোপালগঞ্জে শপথ নিলেন ৬ ইউপি চেয়ারম্যান শপথবাক্য পাঠ

গোপালগঞ্জ: শপথবাক্য পাঠ করলেন গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।

রোববার (৩০ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ পাঠ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) কাজী মাহবুবুল আলম।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- জেলা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর হোসেন কালু, হরিদাসপুর ইউনিয়নের ইলিয়াস হোসেন, দুর্গাপুর ইউনিয়নের নাজিব আহম্মেদ, রঘনাথপুর ইউনিয়নের শেখ মঞ্জুর, বোড়াশী ইউনিয়নে লিমন আহমেদ ও গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুল।
শপথবাক্য পাঠ অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসীন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সদর উপজেলার এই ৬ ইউনিয়নের নির্বাচন পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।