ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

সিসিক নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে ১৩ জনের আপিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
সিসিক নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে ১৩ জনের আপিল

সিলেট: সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে ৫ জনসহ ১৬ জনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়। এরমধ্যে সংরক্ষিত ৫ ও সাধারণ কাউন্সিলর ৬ জনের মনোনয়ন বাতিল হয়।

 

এরমধ্যে মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১০ জন কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে আপিল করেছেন।

 গত ২৫ মে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১১ মেয়র প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে ৮৯ প্রার্থীর মধ্যে ৫ জনের এবং সাধারণ ওয়ার্ডে ২৮৭ কাউন্সিলর প্রার্থী মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে আপিল করেছেন- মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

সংরক্ষিত কাউন্সিলর পদে ২নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শ্যামলী সরকার, ৪নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহমিনা বেগম, ৫ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়না বেগম, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার চৌধুরী।

সাধারণ কাউন্সিলরদের মধ্যে ২৮নং ওয়ার্ডে মো. ফখরুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ, খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪নং ওয়ার্ডে মাওলানা মো. রফিকুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ডে মো. শাহাব উ্দ্দীন লাল নিজেদের প্রার্থীতা ফিরে পেতে কমিশনে আপিল করেছেন।

এদিকে নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম, মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) ও মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

সিলেট সিটি কর্পেরেশন নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ জুন। প্রতীক বরাদ্দ আগামী ২ জুন। ২১ জুন নির্বাচনের ভোটগ্রহণ। এবার ৪২টি সাধারণ ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এনইউ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।