ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

তারাকান্দায় ১৪৪ ধারা জারি, বন্ধ নির্বাচনী কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুন ২, ২০২৩
তারাকান্দায় ১৪৪ ধারা জারি, বন্ধ নির্বাচনী কার্যক্রম

ময়মনসিংহ: উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে এ ধারা জারি ও কার্যক্রম শুরু হয়।

চলবে আগামী সোমবার (৫ জুন) সকাল ৬টা পর্যন্ত। এই সময়ে নির্বাচনী সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়াও হয়েছে।  

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত এ আদেশ জারি করেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউকে এ তথ‍্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ১০ জন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করাও হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উপজেলা প্রশাসন তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। তবে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করা হয়নি।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যার পর তারাকান্দা বাজারের থানার সামনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের কার্যালয়ে হামলা করে। সে সময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের ১৫ কর্মী আহত হন। এর মধ‍্যে আটজন গুলিবিদ্ধ হন।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।