ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না: ফয়জুল করীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে ফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না: ফয়জুল করীম

বরিশাল: বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, য‌দি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ‌্য না হ‌লে ভো‌টের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ হ‌লে আমরা আন্দোলন কর‌বে, আদালতের দ্বারস্থ হ‌ব।

সোমবার (১২ জুন) সকালে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে এ বক্তব্য দেন তিনি।

ইসলামী আন্দোলনের এ মেয়রপ্রার্থী সকাল সোয়া ৮ টা ১০ মি‌নি‌টে বরিশাল নগরের রূপাতলী হাউজিংয়ের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট দেন।

ভোট দেওয়া শেষে ফয়জুল করীম বলেন, আলহামদু‌লিল্লাহ এখন পর্যন্ত ভো‌টের যে পরিবেশ দেখ‌ছি তাতে নির্বাচন সুষ্ঠু হ‌বে ব‌লে মনে কর‌ছি। তবে শেষ পর্যন্ত বলা যা‌চ্ছে না কি হয়।

তি‌নি ব‌লেন, আওয়ামী লীগ সরকা‌রের আমলে বিগত সম‌য়ে মানুষ ভোট দি‌তে পা‌রে‌নি। সেখা‌নে মানুষ এবার অন্তত ভোট দেওয়ার এক‌টি পরিবেশ পে‌য়ে‌ছে। তাই ম‌নে হ‌চ্ছে তারা ঈদের আন‌ন্দে রয়েছে। বা‌ইরে পরিবেশ দেখে মানু‌ষের সঙ্গে কথা ব‌লে এমনটাই ম‌নে হ‌চ্ছে। আর ভোটাররা ভোট দি‌তে পারলে হাতপাখা সর্বোচ্চ ভো‌টে বিজয়ী হ‌বে ইনশাআল্লাহ।

আন্দোলনের হুমকি দিয়ে মুফতি ফয়জুল বলেন, য‌দি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ‌্য না হ‌লে ভো‌টের ফলাফল মেনে নেওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন প্রশ্ন‌বিদ্ধ হ‌লে আমরা আন্দোলন কর‌বে, আদালতের দ্বারস্থ হ‌ব।

ভোট দিচ্ছেন মুফতি ফয়জুল করীম

এদিকে সকাল ৮ টায় জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন তাপস গোরস্তান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ আলিম মাদ্রাসা কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সকাল সাড়ে ৮ টায় টেবিলঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়রপ্রার্থী কামরুল আহসান রুপন কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সকাল ১০ টায় বাংলাদেশে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত নগরের কালিবাড়িরোডস্থ সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে তাদের ভোট দিবেন।

এছাড়া জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে, হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার ২৮ নম্বর ওয়ার্ডের চহুতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান বরিশাল নগরের সদররোডের সিটি কলেজ কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।

উল্লেখ্য, সোমবার (১২ জুন) সকাল ৮ টা থেকে নগরের ৩০ টি ওয়ার্ডের ১২৬ টি কেন্দ্রের ৮৯৪ টি বুথে একযোগে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়।

এবারে বরিশালের এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। যারমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের থেকে ১ হাজার ৩২০ জন নারী ভোটার বেশি।

আর নির্বাচনে ৭ জন মেয়রপ্রার্থী, ৩০ টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০ টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগর ও ভোট কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্য এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।