ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজার পৌর নির্বাচন

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, জয়ের পথে নৌকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জুন ১২, ২০২৩
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, জয়ের পথে নৌকা

কক্সবাজার: কক্সবাজার পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফলাফল তৈরির কাজ।

তবে সর্বশেষ পাওয়া খবরে নৌকার প্রার্থী মাহাবুবুর রহমান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশন থেকে পাওয়ার সর্বশেষ ফলাফল অনুযায়ী মোট ২৫টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে ৫ হাজার ৫২০ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরাও।

১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শাহেনা আক্তার পাখি বলেন, যেমন নির্বাচন আশা করেছিলাম, ঠিক তেমনিই হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। ভোট গণনা চলছে। বিজয়ের শতভাগ আশা নিয়ে অপেক্ষায় আছি।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বলেন, ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা হচ্ছে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।  

পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।