ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

জয়পুরহাটে বড়াইল ইউপিতে চলছে ভোটগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
জয়পুরহাটে বড়াইল ইউপিতে চলছে ভোটগ্রহণ

জয়পুরহাট: জয়পুরহাটে উৎসব মুখর পরিবেশে বড়াইল ইউনিয়ন পরিষদের সদস্য পদে চলছে ভোট গ্রহণ।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের ৯টি কেন্দ্রে এক যোগে ভোট গ্রহণ শুরু হয়।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আনিছার রহমান জানায়, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রাশেদ আলমগীর আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ শুধু সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী পদে ২৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৩ হাজার ৪১৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৬৫৬ জন ও 
নারী ভোটার ৬ হাজার ৭৫৯ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।