ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

সংসদ নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
সংসদ নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ রোববার ফাইল ফটো

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ প্রস্তুতি অবহিত করতে আগামী রোববার (০৫ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১ নভেম্বর) ইসি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

 

কর্মকর্তারা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পুরো কমিশন ওই দিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

চলতি মাসের প্রথমার্ধেই সংসদ নির্বাচনের তফসিল দিতে চায় ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।  

তফসিল ঘোষণার প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে।

বুধবার (০১ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গেও সাক্ষাৎ করবে ইসি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
ইইউডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।