ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ফেনীতে মনোনয়নপত্র জমা দিলেন নিজাম হাজারী-বাশার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
ফেনীতে মনোনয়নপত্র জমা দিলেন নিজাম হাজারী-বাশার

ফেনী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ফেনী-২ আসনে মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারী ও ফেনী-৩ আসনে মনোনীত প্রার্থী আবুল বাশার মনোনয়নপত্র জমা দিয়েছেন।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিন আক্তারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।

 

এ সময় ফেনী-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন।

এর আগে ফেনী-৩ আসনের জন্য জাতীয় পার্টির প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ফেনী জেলা রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।