ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

পাবনা-২ আসনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
পাবনা-২ আসনে কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল

পাবনা: পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনের এমপি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মু. আসাদুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।

 

ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান মু. আসাদুজ্জামান।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা করছি।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

সেদিন তিনি বলেন,  আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এজন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। অনেক দিনের স্বপ্ন, মানুষের সেবা করার। সেই সুযোগ যখন দল 
আমাকে দিয়েছে, এখন সেটি কাজে লাগাতে চাই। আশা করি, পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।