ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিজের ভোট পাবেন না এক ডজন এমপি প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
নিজের ভোট পাবেন না এক ডজন এমপি প্রার্থী প্রতীকী ছবি

হবিগঞ্জ: নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত না হওয়ার কারণে নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না হবিগঞ্জের ১২ জন সংসদ সদস্য প্রার্থী।

তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেও তালিকা অনুসারে অন্য এলাকার ভোটার।

নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেটে ভোটার তালিকাভুক্ত গাজী মোহাম্মদ শাহেদ, কুমিল্লা জেলার মোসা. ইয়াসমিন আক্তার মুন্নি এবং হবিগঞ্জ জেলা সদরের বাসিন্দা মো. নুরুল হক।

বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় জেলা সদরের বাসিন্দা মুশতাক আহমেদ ও শংকর পাল এবং চুনারুঘাট উপজেলার খায়রুল আলম।

এছাড়া সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার হবিগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকার বাসিন্দা বদরুল আলম সিদ্দিকী, মাধবপুর উপজেলার মো. আনছারুল হক, শাহীনুর রহমান ও বানিয়াচংয়ের নোমান মিয়া।

এদিকে, মাধবপুর-চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন নবীগঞ্জ উপজেলার বাসিন্দা আবু ছালেহ।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান।

তিনি বলেন, ‘ওই ১২ জন অন্য এলাকায় ভোটার তালিকাভুক্ত বিধায় তারা এখানে ভোট দিতে পারবেন না। তবে নিজের এলাকায় গিয়ে ভোট দিতে পারবেন। ’

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।