ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

মাগুরার ২টি আসনে সাকিবসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
মাগুরার ২টি আসনে সাকিবসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মাগুরা: দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরার ২টি আসনে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। দুটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৩ জনের প্রার্থিতা বাতিল হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু নাসের বেগ মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের উপস্থিতিতে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করেন। বাছাই শেষে দুটি আসনে ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হচ্ছেন- মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ সিরাজুস সায়েফিন সাঈফ, জাকের পার্টির মোহাম্মদ মাসুদ পারভেজ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর কে এম মোতাসিম বিল্লাহ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি।  

মাগুরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বীরেন শিকদার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ মুরাদ আলী, জাকের পার্টির মোহাম্মদ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মোহাম্মদ আসাদুজ্জামান, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখিদুল ইসলাম।

বাতিল হওয়া প্রার্থীরা হচ্ছেন- মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার ভাদুরী। মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মশিয়ার রহমান, একই আসনের স্বতন্ত্র কর্নেল (অব.) কাজী শরিফ উদ্দিন। এদের মধ্যে সঞ্জয় কুমার ভাদুড়ী ও মশিয়ার রহমানকে ঋণ খেলাপি হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছে।  

এছাড়া কাজী শরিফ উদ্দিন বর্তমান কর্মস্থলের প্রমাণপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।