ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

এমপি প্রাণ গোপালের স্ত্রীর ২২ ভরি সোনার দাম ২১ হাজার টাকা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
এমপি প্রাণ গোপালের স্ত্রীর ২২ ভরি সোনার দাম ২১ হাজার টাকা! সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত

কুমিল্লা: বিয়ের উপহার হিসেবে ২২ ভরি স্বর্ণ পেয়েছেন সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের স্ত্রী। ওই স্বর্ণের দাম ধরা হয়েছে ২১ হাজার টাকা।

সে হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে ৯৫৫ টাকা।  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

তবে হলফনামায় অস্থাবর সম্পত্তি হিসেবে নিজের ২৫ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করেন প্রাণ গোপাল। দাম উল্লেখ করেন, চার লাখ ৫২ হাজার টাকা। সে হিসেবে তার নিজের মালিকানায় থাকা স্বর্ণের ভরির দাম পড়েছে ১৮ হাজার ৮০ টাকা।  

কুমিল্লা জুয়েলারি সমিতির সভাপতি শাহ মো. আলমগীর খান জানান, বুধবার (৬ ডিসেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ নয় হাজার ৬৭৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চার হাজার টাকায় বিক্রি হচ্ছে।  

২০২১ সালের ২০ সেপ্টেম্বর উপনির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ডা. প্রাণ গোপাল দত্ত। এবারও তিনি একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।