ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

প্রার্থিতা ফিরে পেলেন সাবেক মেয়র মিরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
প্রার্থিতা ফিরে পেলেন সাবেক মেয়র মিরু

সিরাজগঞ্জ: নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা ফেরত পেয়েছেন সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট হালিমুল হক মিরু।  

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে শুনানি শেষে তার আপিল আবেদনটি মঞ্জুর করায় প্রার্থিতা ফিরে পান তিনি।

স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মিরু নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে সোমবার (৪ ডিসেম্বর) বাছাইয়ের দিনে ১% ভোটারের স্বাক্ষর যাচাইয়ে একজন ভোটার অস্বীকার করায় হালিমুল হক মিরুর প্রার্থিতা বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।  

রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে হালিমুল হক মিরু নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।