ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

লালমনিরহাটে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
লালমনিরহাটে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

লালমনিরহাট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে যাচাই বাছাই ও আপিল শুনানি শেষে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করে তালিকা প্রকাশ হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন অফিস।

জানা গেছে, লালমনিরহাটের পাঁচটি উপজেলা ও দুইটি পৌরসভা নিয়ে জেলায় মোট তিনটি সংসদীয় আসন রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে যাচাই বাছাইয়ে কয়েকজন বাতিল হলে তারা নির্বাচন কমিশনে আপিল করেন। পরে তিনটি আসনের আপিল শুনানি শেষ হলে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেন রিটার্নিং কর্মকর্তা।

চূড়ান্তভাবে বৈধ প্রার্থী: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে রয়েছেন ছয় জন প্রার্থী। তারা হলেন- ১. মোতাহার হোসেন (আওয়ামী লীগ), ২. হাবিব মো. ফারুক (জাসদ), ৩. মো. মানিকুর রহমান (জাকের পার্টি), ৪. হাবিবুল হক বসুনিয়া (জাতীয় পার্টি), ৫. আজম আজাহার হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), ৬. কে এম আমজাদ হোসেন তাজু (স্বতন্ত্র প্রার্থী)।

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে চূড়ান্তভাবে বৈধ নয় জন। তারা হলেন ১. নুরুজ্জামান আহমেদ (আ.লীগ), ২. সিরাজুল হক (আ.লীগ স্বতন্ত্র), ৩. রজব আলী (জাকের পার্টি), ৪. মো. বাদশা মিয়া (মুসলিম লীগ), ৫. মো. মমতাজ আলী (স্বতন্ত্র), ৬. দেলোয়ার হোসেন (জাতীয় পার্টি), ৭. শরিফুল ইসলাম (ন্যাশনাল পিপলস্ পার্টি), ৮. দেলাব্বর হোসেন (বাংলাদেশ কংগ্রেস), ৯. মোছা. হালিমা খাতুন (স্বতন্ত্র)।

লালমনিরহাট-৩ (সদর) আসনে মোট বৈধ প্রার্থী আটজন। তারা হলেন- ১. মো. মতিয়ার রহমান (আওয়ামী লীগ), ২. জাহিদ হাসান (জাতীয় পার্টি), ৩. আশরাফুল আলম (বাংলাদেশ সাম্যবাদী দল), ৪. সকিউজ্জামান মিয়া (জাকের পার্টি), ৫. আবু তৈয়র মো. আজমুল হক (জাসদ), ৬. শামীম আহাম্মেদ চৌধুরী (তৃণমূল বিএনপি) ৭. শ্রী হরিশ চন্দ্র রায়, (ন্যাশনাল পিপলস্ পার্টি), ৮. জাবেদ হোসেন (স্বতন্ত্র)।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, লালমনিরহাটের তিনটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট প্রার্থী রয়েছেন ২৩ জন। প্রত্যাহারের সময় শেষে সর্বশেষ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।