ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

নির্বাচন ও ইসি

ব্রাহ্মণবাড়িয়া-২: ভোটের মাঠ ছাড়লেন নৌকার প্রার্থী শাহজাহান আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-২: ভোটের মাঠ ছাড়লেন নৌকার প্রার্থী শাহজাহান আলম

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী শাহজাহান আলম তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।  

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

 

এসময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।  

ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের এমপি আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুর পর গত ৫ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে শাহজাহান আলম সাজু নৌকা প্রতীকে জয়লাভ করেন। তিনি ১৫ নভেম্বর এমপি হিসেবে শপথ নেন, একই দিন সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাই শপথ নেওয়ার পরও তিনি সংসদের কোনো অধিবেশনে যোগদান করতে পারেননি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাকে আবার মনোনয়ন দেওয়া হয়। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন দলীয় সিদ্ধান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন তিনি।

এ ব্যাপারে শাহজাহান আলম বলেন, জাতির বৃহৎ স্বার্থে দলীয় সিদ্ধান্তে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। গত এক মাসে এ আসন থেকে উপ-নির্বাচনে দুই বারের সাবেক এমপিকে পরাজিত করে আমি জয়ী হয়েছি। জাতীয় নির্বাচনে এবার আমার ভোটের পরিমাণ কয়েক গুণ বাড়ত। মানুষ আমাকে অনেক ভালোবাসে। তবে বৃহৎ স্বার্থে আমি দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।