ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা জেলার পাঁচ আসনে কে কোন প্রতীক পেলেন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ঢাকা জেলার পাঁচ আসনে কে কোন প্রতীক পেলেন

ঢাকা: ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল ১০টা থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু করেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান।

কে কোন প্রতীক পেলেন

ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ)
১. সালমান এফ রহমান, আওয়ামী লীগ (নৌকা), ২. সালমা ইসলাম, জাতীয় পার্টি (লাঙ্গল) ৩. আ. হাকিম, এনপিপি, (আম) ৪. সামসুজ্জামান চৌধুরী, সুপ্রিম পার্টি (একতারা) ৫. শেখ মো. আলী, গণফ্রন্ট (মাছ) ৬. মো. করম আলী, ওয়ার্কার্স পার্টি (কাস্তে) ৭. মুফিদ খান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ)

ঢাকা-২
১. ডা. হাবিবুর রহমান, স্বতন্ত্র (ট্রাক) ২. আশরাফ আলী জিহাদী, ইসলামী ঐক্যজোট (মিনার) ৩. অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ (নৌকা) ৪. শাকিল আহমেদ শাকিল, জাতীয় পার্টি (লাঙ্গল)

ঢাকা-৩
১. মনির সরকার, জাতীয় পার্টি (লাঙ্গল) ২. মো. রমজান, মুক্তিজোট (ছড়ি) ৩. মো. আলী রেজা, স্বতন্ত্র (ট্রাক)৪. আব্দুস সালাম, এনপিপি (আম) ৫. নসরুল হামিদ, আওয়ামী লীগ (নৌকা) ৬. মো. জাফর, বাংলাদেশ কংগ্রেস (ডাব)

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) 
১. ডা. এনামুর রহমান, আওয়ামী লীগ (নৌকা) ২. তালুকদার মো. তৌহিদ জং মুরাদ, স্বতন্ত্র (ঈগল) ৩. মিলন কুমার ভঞ্জ, বাংলাদেশ কংগ্রেস (ডাব) ৪. নুরুল আমিন, গণফ্রন্ট (মাছ) ৫. মুহাম্মদ সাইফুল ইসলাম, স্বতন্ত্র (ট্রাক) ৬. মাহবুবুল হাসান, তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ৭. আইরিন পারভীন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল) ৮. ইসরাফিল হোসেন সাভারী, এনপিপি (আম) ৯. মো. জুলহাস, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) ১০. সাইফুল ইসলাম মেম্বার, বিএনএম (নোঙ্গর)

ঢাকা-২০
১. বেনজীর আহমদ, আওয়ামী লীগ (নৌকা), ২. খান মোহাম্মদ ইসরাফিল, জাতীয় পার্টি (লাঙ্গল), ৩. এম এ মালেক, স্বতন্ত্র (ট্রাক), ৪. মোহাদ্দেছ হোসেন, স্বতন্ত্র (কাঁচি), ৫. মো. আমিনুর রহমান, মুক্তিজোট (ছড়ি), ৬. মো. মিনহাজ উদ্দিন, সুপ্রিম পার্টি (একতারা), ৭. রেবেকা সুলতানা, এনপিপি (আম)

আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নামছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।