ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

কক্সবাজারে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
কক্সবাজারে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ 

কক্সবাজার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  

সোমবার (১৮ ডিসেম্বর) কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সন্মেলনকক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে হাতঘড়ি, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলমকে হাতুড়ি, জাতীয় পার্টির প্রার্থী হোসনে আরাকে লাঙ্গল, ইসলামিক ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ বেলাল উদ্দিনকে মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে ট্রাক, স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনকে ঈগল, স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমানকে কলার ছড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিককে নৌকা, ইসলামী ঐক্য জোটের প্রার্থী মোহাম্মদ ইউনুসকে মিনার, বিএনএম’র প্রার্থী শরীফ বাদশাহকে নোঙর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জিয়াউর রহমানকে চেয়ার, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির প্রার্থী মোহাম্মদ খায়রুল আমীনকে একতারা, বাংলাদেশ ন্যাশালিস্ট পার্টি-এনপিপির প্রার্থী মাহবুবুল আলমকে আম প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে নৌকা, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ তারেককে লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী আব্দুল আওয়াল মামুনকে হাতঘড়ি, ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী শামীম আহসান ভুলুকে কুঁড়েঘর, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন ভুট্টোকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ফরিদুল আলমকে আম, তৃণমূল বিএনপির প্রার্থী মুজিবুল হক মুজিবকে সোনালী আঁশ, ইসলামী ঐক্য জোটের প্রার্থী মোহাম্মদ ওসমান গণি চৌধুরীকে মিনার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে ডাব ও আওয়ামী লীগের প্রার্থী শাহীন আক্তারকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।