ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ডা. মুরাদ হাসান পেলেন ঈগল প্রতীক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ডা. মুরাদ হাসান পেলেন ঈগল প্রতীক

জামালপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. মুরাদ হাসান পেয়েছেন ঈগল প্রতীক।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান তার কার্যালয়ের সভা কক্ষে ডা. মুরাদসহ জামালপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

ডা. মুরাদ হাসানের পক্ষে জেলা প্রশাসকের কাছ থেকে প্রতীক নেন তার সহযোগী সাখাওয়াত হোসেন মুকুল।

জানা গেছে, প্রতীক বরাদ্দের পরই সরিষাবাড়ীতে আনন্দ উল্লাস করেন তার কর্মী-সমর্থকরা।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতিউর রহমান তালুকদারের ছেলে ডা. মুরাদ হাসান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দুবার। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে।  

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।