ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি লঙ্ঘন

টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী সিরাজের পোস্টার-ব্যানার অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থী সিরাজের পোস্টার-ব্যানার অপসারণ

টাঙ্গাইল: আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজের পোস্টার ও ব্যানারে শাজাহান সিরাজের ছবি ব্যবহার করায় তার নির্বাচনী পোস্টার ও ব্যানার অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের স্বতন্ত্র প্রার্থী সারওয়াত সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠক ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের কন্যা।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা, কালিহাতী কলেজ গেইটমোড়, বাসস্ট্যান্ড, উত্তর বেতডোবা, সাতুটিয়া, উপজেলা পরিষদ এলাকা, বাগুটিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার ভূমি মো. সিফাত বিন সাদেকের নেতৃত্বে পোস্টার ও ব্যানার অপসারণ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, স্বতন্ত্র প্রার্থীরা শুধু নিজের ছবি ও প্রতীক ব্যবহার করতে পারবেন। অন্য কারো ছবি ব্যবহার করতে পারবেন না। দলীয় প্রার্থীরা তাদের নির্বাচনী পোস্টার ও ব্যানারে শুধু দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন। নির্বাচনী সব আইন ও আচরণবিধি পরিপালনে প্রশাসন সবসময় সচেষ্ট আছে এবং থাকবে।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে গত ১৭ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সারওয়াত সিরাজের পক্ষে রঙিন পোস্টার লাগানো হয়। পরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ ও সংবাদ প্রকাশের পর রঙিন পোস্টার-ব্যানার অপসারণে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।