কুষ্টিয়া: আচরণবিধি লঙ্ঘন করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
সেই সঙ্গে তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকেও শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান মুহাম্মদ মাযহারুল ইসলাম এ শোকজ নোটিশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।
আদালত পুলিশ সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার ২৬ ডিসেম্বর সকাল ১১টায় তাদের অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের কার্যালয়ে হাজির হয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পৃথকভাবে এ দুই হেভিওয়েট নেতাকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘২৪/১২/২০২৩ খ্রি. তারিখে আপনি (জনাব মাহবুবউল আলম হানিফ, আওয়ামী লীগ এর মনোনীত প্রার্থী, কুষ্টিয়া-০৩) কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষকবৃন্দের আয়োজনে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কারিকুলাম ২০২১ শীর্ষক’ সাতদিনের ট্রেনিংয়ের শেষ দিন নির্বাচনী জনসভা করতে বাধ্য করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। আপনার এ কাজে জাতীয় সংসদ নিবার্চন আচরণবিধিমালা, ২০০৮ এর বিধি ১৪ এর লঙ্ঘন হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এসআই