ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

রেড ক্রিসেন্টের কম্বল বিতরণে প্রার্থীর উপস্থিতি নয়: ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
রেড ক্রিসেন্টের কম্বল বিতরণে প্রার্থীর উপস্থিতি নয়: ইসি

ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীতের কম্বল বিতরণ কার্যক্রমে কোনো প্রার্থী যেন উপস্থিত না থাকে। তা নিশ্চিত করার জন্য সংস্থাটিকে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা রেড ক্রিসেন্টের মহাসচিবকে পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান।  

এর আগে কোনো ত্রাণ কার্যক্রম না নেওয়ার জন্য ইসি নির্দেশনা দিলেও শীত বিবেচনায় কম্বল বিতরণের অনুমতি চায় সোসাইটি। মানবিক দিক বিবেচনায় সম্মতি দিলেও তা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য বলে।

একই সঙ্গে নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয় বা স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।