ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

আচরণবিধি ভাঙায় ২৯৬টি শোকজ তদন্ত কমিটির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
আচরণবিধি ভাঙায় ২৯৬টি শোকজ তদন্ত কমিটির

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি না মানায় মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীসহ বিভিন্ন দলের ২৯৬ জন প্রার্থীতে শোকজ-তলব করেছেন নির্বাচনী তদন্ত কমিটির বিচারকরা।

নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এমন তথ্য জানিয়েছেন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ৩০০ আসনের প্রতিটির জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের নিয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে কমিশন। এসব কমিটিই এ পর্যন্ত ২৯৬টি শোকজ-তলব করেছেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সবচেয়ে বেশি শোকজ করা হয়েছে ঢাকা অঞ্চলে ৮৬টি। এছাড়া রংপুর অঞ্চলে ১৬টি, কুমিল্লা অঞ্চলে ৪১টি, ফরিদপুরে ১৭টি, চট্টগ্রামে ২০টি, সিলেটে ১৪টি, বরিশালে ২২টি, খুলনায় ১৭টি, রাজশাহীতে ৩৪টি ও ময়মনসিংহে ৩২টি শোকজ-তলব করা হয়েছে।

এছাড়া তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কুমিল্লা-৬ আসনের এমপি ও নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে এক লাখ টাকা এবং বরগুনা-১ আসনের নৌকার প্রার্থী ধীরেন্দ্রনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা্র করেছে ইসি।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।