ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

চা দোকানে প্যান্ডেল-তোরণ, নৌকা সমর্থকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
চা দোকানে প্যান্ডেল-তোরণ, নৌকা সমর্থকের জরিমানা

লালমনিরহাট: লালমনিরহাটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে লালমনিরহাট -৩ (সদর) আসনের কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজারের চায়ের দোকানে প্যান্ডেল করে তোরণ বানিয়ে তার ওপর নৌকা বসিয়ে লাইটিং করায় দোকানদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তোরণ ও প্যান্ডেলটি ভেঙে দেওয়া হয়।

এর আগে একই দিন ভ্রাম্যমাণ আদালতের আরেক অভিযানে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের পাটগ্রামের সরকারের হাট এলাকায় জোংড়া ইউনিয়ন পরিষদের মাঠে নৌকা প্রতীকের নির্মাণাধীন নির্বাচনী ক্যাম্প ও ঈগল প্রতীকের নির্ধারিত সাইজের চেয়ে বড় ব্যানার অপসারণ করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, কেউ যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে, সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। নিয়মিত অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।