ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

শার্শায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ভোট বর্জন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
শার্শায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ভোট বর্জন

বেনাপোল (যশোর): নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তার,  অনিয়ম ও ৫৫টি কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন যশোর-১(শার্শা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের কথা বলেন।

এসময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, সকাল সাড়ে ৮টায় আমার নিজের কেন্দ্রে ভোটারদের ঢুকতে দেননি নৌকার সমর্থকরা। এছাড়া আমাদের কয়েকজন ভোটারকে মারধরও করা হয়। আমার স্ত্রী ও আত্মীয়-স্বজনরা ভোট দিতে গেলে তাদেরও মেরে বের করে দেওয়া হয়। শার্শার মোট ১০২ কেন্দ্রের সব কয়টি কেন্দ্রে ভোটারদের যেতে বাধা দেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫৫টি কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। এজন্য এ প্রশ্নবিদ্ধ ভোট বর্জন করেছি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।