ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বেলাবতে অনিয়মের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বেলাবতে অনিয়মের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা আটক 

নরসিংদী: নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে অনিয়মের অভিযোগ ও জাল ভোট দেওয়ার সহযোগীতার অভিযোগে রিটানিং কর্মকর্তা হারুন অর রশিদ খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

রোববার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

 

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে জাল ভোট ও অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট বাতিল করে স্থগিত ঘোষণা করা হয়।

আটক প্রিজাইডিং কর্মকর্তা হারুন অর রশিদ খান পাটুলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।

নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান (পিপিএম) বলেন, জাল ভোট দেওয়ার সহযোগীতার অভিযোগে রিটানিং কর্মকর্তা হারুন অর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে জাল ভোট ও অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।