ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

ময়মনসিংহ-৪ আসনে ফলাফলে এগিয়ে নৌকার প্রার্থী শান্ত   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ময়মনসিংহ-৪ আসনে ফলাফলে এগিয়ে নৌকার প্রার্থী শান্ত   

ময়মনসিংহ: ময়মনসিংহ-৪ (সদর) আসনে দিনভর শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ১৭৭টি কেন্দ্রের মধ্যে ঘোষিত ২৩টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছে নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করা হয়।  

এতে ঘোষিত ২৩টি কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছেন ১৪,৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আমিনুল হক শামীম পেয়েছেন ১২,০১৭ ভোট।  

এই ফলাফল ঘোষণার ধারাভাষ্য রয়েছেন সহকারি রির্টানিং অফিসার ও ময়মনসিংহ স্থানীয় সরকার অধিদপ্তরের উপ পরিচালক মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস এবং উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার।

সূত্র মতে, ময়মনসিংহ-৪ সদর আসনে মোট ভোট ছয় লাখ ৫০ হাজার ২৮৪টি। মোট কেন্দ্র সংখ‍্যা ১৭৭টি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।