ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

নওগাঁ-৩: নৌকার মাঝি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
নওগাঁ-৩: নৌকার মাঝি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এগিয়ে

নওগাঁ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের ১৪১টি ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এগিয়ে রয়েছেন।

১৪১টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৮৪ হাজার ২৮৪টি।

অন্যদিকে সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ৬৮২টি। বেসরকারি ফলাফল অনুযায়ী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী এগিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।