ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

৩ কেন্দ্রে ৫৬৭ ভোট পেয়েছেন ডা. মুরাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
৩ কেন্দ্রে ৫৬৭ ভোট পেয়েছেন ডা. মুরাদ ডা. মুরাদ হাসান

জামালপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে ৮৯টি ভোট কেন্দ্রের ভেতর তিনটি কেন্দ্রের ফলাফলে ৫৬৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন আলোচিত প্রার্থী ডা. মুরাদ হাসান।  

রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশনকেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

 

এ সময় বেসরকারি ফলাফলে জানা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ১ হাজার ৪৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী  ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. মুরাদ হাসান পেয়েছেন ৫৬৭ ভোট ও আরেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মো. আব্দুর রশিদ পেয়েছেন ২ হাজার ৮৫৭ ভোট। এছাড়া টেলিভিশন প্রতীকের তারীখ মেহেদীর ১৭ ভোট, সোনালী আঁশ প্রতীকের সাইফুল ইসলাম ৪ ভোট ও মশাল প্রতীকের গোলাম মোস্তফা পেয়েছেন ৫ ভোট।  

এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।