ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

বিপুল ভোটে জয় পেলেন এম এ মান্নান 

অস্থায়ী সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বিপুল ভোটে জয় পেলেন এম এ মান্নান  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী এবং পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (০৭ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত আসনটিতে প্রার্থীর বিভিন্ন এজেন্ট ও স্থানীয় তথ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এখনও তথ্য সংগ্রহ করেছেন। সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এক লাখ ২৬ হাজার ৯৯৮ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী চার হাজার ভোট পেয়েছেন।

রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ চলে। এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৪ হাজার ৬শ ৫৩ জন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।