ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপু জয়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ঢাকা-৩ আসনে নসরুল হামিদ বিপু জয়ী

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৩২ হাজার ৭৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নসরুল হামিদ বিপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মনির সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৮৬৮ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানান।  

আনিসুর রহমান বলেন, ঢাকা-৩ আসনে ১২৬টি কেন্দ্রে বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বিপু। তিনি পেয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. মনির সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ৮৬৮ ভোট।

এ ছাড়া ইসলামী ঐক্যজোটের মো. আলী রেজা মিনার প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৯৫২ ভোট। বাংলাদেশ কংগ্রেস পার্টির মোহাম্মদ জাফর ডাব প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৫৬১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল সালাম আম প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৮ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রমজান ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৪৩ ভোট।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।