ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

শরীয়তপুর-২ আসনে দ্বিতীয়বারের মতো জয়ী এনামুল হক শামীম 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
শরীয়তপুর-২ আসনে দ্বিতীয়বারের মতো জয়ী এনামুল হক শামীম  একেএম এনামুল হক শামীম

শরীয়তপুর: দ্বাদশ সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীম।

 

তিনি ১ লাখ ৩৩ হাজার ৪০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের খালেদ শওকত পেয়েছেন ৫৭ হাজার ৮২৭ ভোট।  

রোববার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ তার কার্যালয়ে এ ফল ঘোষণা করেন।  

এ সময় তিনি জানান, নির্বাচনে মোট ৫১ দশমিক ২৭  শতাংশ ভোট পড়েছে।

রোববার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

শরীয়তপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ২৮৭ জন। আসনটির ১৩৩টি ভোটকেন্দ্রের ৯০১টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।  

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।