ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

কলাপাড়ায় নৌকার প্রার্থীকে ফুল দিতে যাওয়ার পথে ৭ কর্মীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
কলাপাড়ায় নৌকার প্রার্থীকে ফুল দিতে যাওয়ার পথে ৭ কর্মীকে কুপিয়ে জখম

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় নৌকার বিজয়ী প্রার্থীর সাত কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।

সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় বশির চৌকিদার (৫০) নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, টিয়াখালী হাটখোলা বাজার থেকে ফুল নিয়ে উপজেলা আওয়ামী লীগের অফিসে নৌকার বিজয়ী প্রার্থী এমপি মো. মহিব্বুর রহমান মহিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাচ্ছিলেন নৌকার সমর্থকরা। পথে বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় টিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদারের সমর্থকরা তাদের কুপিয়ে জখম করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।