ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

ঝিনাইদহে জামানত হারাচ্ছেন ১৮ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
ঝিনাইদহে জামানত হারাচ্ছেন ১৮ প্রার্থী

ঝিনাইদহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের ১৮ প্রার্থীর জামানত হারাচ্ছেন।  

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।


 
নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

ঝিনাইদহ-১ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৮৯৩। জামানত হারাচ্ছেন তৃণমূল বিএনপির প্রার্থী কে এম জাহাঙ্গীর মাজমাদার (প্রাপ্ত ভোট ১৬১), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মনিকা আলম (প্রাপ্ত ভোট ৩৯৪), সতন্ত্র প্রার্থী মুনিয়া আফরিন (প্রাপ্ত ভোট ১৫৯) ও এনপিপি প্রার্থী মো. আনিচুর রহমান (প্রাপ্ত ভোট ২৩৮)।

ঝিনাইদহ-২ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৬৯১। এ আসনে জামানত হারাচ্ছেন ন্যাপ প্রার্থী খন্দকার হাফিজুর রহমান ফারুক (প্রাপ্ত ভোট ২৪২), কল্যাণ পার্টি প্রার্থী মো. আব্দুল হান্নান খাঁ (প্রাপ্ত ভোট ২৯৬), তৃণমূল বিএনপির প্রার্থী মো. জামরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৫৬), বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. নজরুল ইসলাম (প্রাপ্ত ভোট ১২৪), বাংলাদেশ কংগ্রেস মো. নাছির উদ্দিন (প্রাপ্ত ভোট ৬৮০), জাসদ প্রার্থী মো. ফজলুল কবির (প্রাপ্ত ভোট ৫২৬), জাপা প্রার্থী মো. মাহফুজুর রহমান (প্রাপ্ত ভোট ৭৯৮), এনপিপি প্রার্থী মো. মিজানুর রহমান মিজু (প্রাপ্ত ভোট ৫৯৪) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শরিফ মোহাম্মদ বদরুল হাইদার (প্রাপ্ত ভোট ১৭৬)।

ঝিনাইদহ-৩ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৫৯। এ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুর রহমান (প্রাপ্ত ভোট ২১৯১) ও সতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ (প্রাপ্ত ভোট ৫৯৪)।

ঝিনাইদহ-৪ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৬১৯। এ আসনে জামানত হারাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী এমদাদুল ইসলাম বাচ্চু (প্রাপ্ত ভোট ১৩০৬), তৃণমূল বিএনপির প্রার্থী মো. নুরউদ্দিন আহমেদ (প্রাপ্ত ভোট ৬১৪)।  

ঝিনাইদহ জেলা সিনিয়র নির্বাচন অফিসার রোকুনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসআই
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।