ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন ও ইসি

পঞ্চগড়ে জামানত হারালেন ৭ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৪
পঞ্চগড়ে জামানত হারালেন ৭ প্রার্থী

পঞ্চগড়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিয়ম অনুযায়ী আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় পঞ্চগড়ের দুটি আসনের সাত প্রার্থী জামানত হারিয়েছেন।  

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জায়েদ ইবনে আবুল ফজল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গত রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ বা ১২ দশমিক পাঁচ শতাংশ ভোট না পাওয়ায় পঞ্চগড়ের দুটি আসনের ১০ প্রার্থীর মধ্যে সাত প্রার্থী জামানত হারিয়েছেন।

আগামীতে গেজেট প্রকাশের পর পঞ্চগড়ের দুটি আসনের দুই নির্বাচিত প্রার্থী ও প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীসহ তিনজন তাদের জামানত ফেরত পাবেন।

এদিকে জানা গেছে, জামানত হারানো প্রার্থীদের মধ্যে পঞ্চগড়-১ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একতারা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ বাদশা এক হাজার ৩৭১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী মশিউর রহমান বাবুল এক হাজার ৩৯৯ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির টেলিভিশন প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম এক হাজার ৪৮১ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ ৭৪৩ ভোট পেয়েছেন।

পঞ্চগড়-২ আসনে জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে সাত হাজার ৬২৭ ভোট, তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীকে চার হাজার ৪২০ ভোট ও বিএসপির আহমাদ রেজা ফারুকী একতারা প্রতীকে চার হাজার ৪৭০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এর আগে গত ৭ জানুয়ারি রাতে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম পঞ্চগড়-১ আসনে নৌকার প্রার্থী নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তাকে (১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট) বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে ভোট পান ৫৭ হাজার ২১০টি। প্রাপ্ত মোট বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৯৪৬। বাতিল ভোটের সংখ্যা পাঁচ হাজার ৬৩৩। ভোট দেওয়ার হার ৪৪ দশমিক ৮ শতাংশ। এ আসনে (তেঁতুলিয়া, আটোয়ারী ও পঞ্চগড় সদর) মোট ভোটারের সংখ্যা চার লাখ ৩৬ হাজার ৯২৩। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১৯ হাজার ৩৩৮ জন ও নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৫৮৪ জন, হিজড়া ভোটার একজন। মোট ১৫৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

পঞ্চগড়-২ আসনে নৌকার প্রার্থী নুরুল ইসলাম সুজনকে (এক লাখ ৮১ হাজার ৭২৫ ভোট) বিজয়ী ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লুৎফর রহমান রিপন পান সাত হাজার ৬২৭ ভোট। আসনটিতে প্রাপ্ত মোট বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ২৪২টি। বাতিল ভোটের সংখ্যা নয় হাজার ১০। ভোট দেওয়ার হার ৫৩ দশমিক ১৫ শতাংশ। এ আসনে (বোদা ও দেবীগঞ্জ) ভোটার সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৯৪১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯৫ হাজার ৭১০ জন ও নারী এক লাখ ৯৪ হাজার ২৩১ জন। মোট ১৩১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।